সিটিজেন চার্টার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, পাংশা, রাজবাড়ী।
খাদ্য অধিদপ্তরপ্রতিষ্ঠার উদ্দেশ্যঃ
- জরুরী গ্রাহকদের খাদ্যদ্রব্য ও অত্যাবশ্যকীয় দ্রব্যাদি সরবরাহ করা (খাদ্যশস্য আমদানী, রেশন);
- আপৎকালীন মজুদ গড়ে তোলা (নিরাপত্তা মজুদ);
- খাদ্যশস্য উৎপাদনে স্বয়ম্ভরতা অর্জনেসহায়তা করা (অভ্যমত্মরীণ সংগ্রহ);
- সামাজিক নিরাপত্তা বেষ্টনী সম্প্রসারণকরা (ভিজিডি, ভিজিএফ, কাবিখা ও টিআর);
- মূল্য স্থিতিশীলতা অর্জন করা (ওএমএস)।
খাদ্য অধিদপ্তরএর লক্ষ্যমাত্রাঃ
- কার্যকর ও নির্ভরযোগ্য খাদ্য সংগ্রহ,সরবরাহ এবং বিতরণ ব্যবস্থাপনা
- কৃষক এবং ভোক্তা-বান্ধব খাদ্য মূল্যকাঠামো অর্জন।
- কার্যকর ও যুগোপযোগী খাদ্য বিতরণব্যবস্থা/পদ্ধতি প্রবর্তন।
- খরা ও দুর্ভিক্ষ এবং খাদ্য সংকটপরিস্থিতি মোকাবেলার সফল ব্যবস্থাপনা।
- দরিদ্র ও সামাজিকভাবে বঞ্চিত জনগণকে খাদ্য সংগ্রহে সহায়তা প্রদান।
- খাদ্য নিরাপত্তা নীতিকে দুর্যোগ ব্যবস্থাপনা/ত্রাণ বিতরণ ব্যবস্থাপনার সাথে সমন্বিত করন।
- লক্ষ্যভিত্তিক খাতে জনসাধারণের কাছে খাদ্যশস্য যথাসময়ে পৌছানো।
- পেশাদারী, সক্ষম এবং দক্ষ কর্মীবাহিনী গড়ে তোলা।